২৪ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৬

মিত্রদের মনোনয়ন দিল বিএনপি, কে কোন আসনে প্রার্থী হচ্ছেন

মিত্রদের মনোনয়ন দিল বিএনপি  © টিডিসি ফটো

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথম দফায় ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণার পর দ্বিতীয় দফায় ৭ আসনে মিত্রদের মনোনয়ন দিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন: বিএনপি থেকে মনোনয়ন পেলেন নুর-রাশেদ, কোন আসনে কে?

আসনগুলো হচ্ছে – ঢাকা-১২ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বগুড়া-২ নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, পটুয়াখালি-৩ গণঅধিকার পরিষদের নুরুল হক নুর, ঝিনাইদহ-৪ গণঅধিকার পরিষদের রাশেদ খান, ব্রাক্ষ্মনবাড়িয়া-৬ আসনে জুনায়েদ সাকি, পিরোজপুর-১ আসনে জাগীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার এবং যশোর-৫ আসনে মুফতি রশিদ বিন ওয়াক্কাস।

জানা যায়, বিএনপির সঙ্গে সমঝোতা গণঅধিকার পরিষদের দুই শীর্ষ নেতা নুরুল হক নুর ও রাশেদ খান। এর অংশ হিসেবে দুই শীর্ষ নেতা নুরুল হক নুর ও রাশেদ খানকে আসন ছাড় দেওয়া হচ্ছে। এর বাইরে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষের হয়ে লড়বেন ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজসহ আরও কয়েকজন। সবাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে প্রার্থী হচ্ছেন।