০৪ নভেম্বর ২০২৫, ১০:৪৪

মনোনয়ন পেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও তারকা ফুটবলার

তারকা গোলরক্ষক আমিনুল হক এবং সাবেক তারকা ফুটবলার মেজর (অব.) হাফিজ  © সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া সম্ভাব্য এই প্রার্থী তালিকায় ক্রীড়া অঙ্গনের সবচেয়ে বড় দুই মুখ রয়েছেন। তারা হলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও তারকা গোলরক্ষক আমিনুল হক এবং সাবেক তারকা ফুটবলার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

আরও পড়ুন: মনোনয়ন পেয়ে ভাইয়ের সমর্থকদের ওপর হামলার অভিযোগ

বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক মনোনয়ন পেয়েছেন ঢাকা-১৬ আসনে। দেশের ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে সমাদৃত আমিনুল হক দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। অন্যদিকে সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছে ভোলা-৩ আসনে।

খেলোয়াড়ি জীবনে আমিনুল হক ছিলেন বাংলাদেশের গর্ব। গোলবারের নিচে তার প্রতিটি ডাইভ ছিল যেন একেকটি প্রার্থনা—বাংলাদেশের জয়। বিশেষ করে ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে তার অনন্য গোলরক্ষা দক্ষতার কারণে বাংলাদেশ প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেই ঐতিহাসিক সাফল্যের মুহূর্তে তিনি শুধু একজন ফুটবলার নন, ছিলেন গোটা জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক।

ফুটবল থেকে অবসর নেওয়ার পর ২০১৩ সালে রাজনীতিতে সক্রিয় হন আমিনুল হক। প্রথমে বিএনপির ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। পরবর্তীতে দায়িত্ব পান ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব হিসেবে এবং বর্তমানে তিনি ওই শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।