০২ অক্টোবর ২০২৫, ১০:২৮
৫ অক্টোবর জুলাই সনদ নিয়ে সংকট কেটে যাবে, আশা শিশির মনিরের
ঐকমত্য কমিশনের বৈঠক আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এ বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে সবাই একমত হবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন শিশির মনির। এ বৈঠকে জুলাই সনদ নিয়ে সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন: স্থানীয় নির্বাচনের জন্যও জামায়াতের প্রার্থী চূড়ান্ত
পোস্টে শিশির মনির বলেছেন, ‘৫ অক্টোবর বেলা সাড়ে ১১টায় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আশা করি জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে সবাই একমত পোষণ করবেন এবং সংকট কেটে যাবে।’