বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ দুটি গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট দিয়েছেন: সারজিস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ একটি অনুষ্ঠানে দুটি গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট দিয়েছেন বলে উল্লেখ করেছেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। আজ রবিবার (২১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।
পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাহউদ্দিন আহমেদ গতকাল একটি অনুষ্ঠানে তার বক্তব্যে দুটি গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট দিয়েছেন। প্রথমত তিনি বলেছেন, আওয়ামী লীগের ডিএনএ–তে গণতন্ত্র নেই। জন্ম থেকে আজ পর্যন্ত তারা বাংলাদেশের পক্ষে রাজনীতি করেনি। যাদের পক্ষে তারা কাজ করেছে, তারা আজ তাদের আশ্রয় দিয়েছে। তাদের উৎপত্তি সেখানে, বিনাশও সেখানে হবে বলে আশা করা যায়।’
আরও পড়ুন: একীভূত হওয়ার ব্যাপারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বিরাজ করছে: রাশেদ খাঁন
দ্বিতীয় পয়েন্টে তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের মতো ‘স্বাধীনতার পক্ষের-বিপক্ষের শক্তির বিষয় টেনে দেশের মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করা উচিত হবে না। বিএনপি এটি সমর্থন করে না। স্বাধীনতার ৫৪ বছর পরে এই চেতনার ব্যবসা আর চলবে না।’