১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫২

জুলাই সনদে ‘নোয়াখালী বিভাগ’ অন্তর্ভুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি

‘নোয়াখালী বিভাগ’ অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান  © ফাইল ফটো

জাতীয় জুলাই সনদে নোয়াখালীকে প্রশাসনিক বিভাগ হিসেবে অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি দিয়েছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সংগঠনের সভাপতি সাংবাদিক সাইফুর রহমান রাসেলের নেতৃত্বে জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন—চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল্লাহ খোকন, নিরাপদ নোয়াখালী চাই সংগঠনের সদর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ রাকিব ও সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, সাংবাদিক মাহমুদ ফয়সাল, বেগমগঞ্জ উপজেলা শাখার সভাপতি সিনবাদ শাকিল, নারী নেত্রী ফাতেমা সুইটি, নোয়াখালী বিভাগ আন্দোলনের সমন্বয়ক মো. শরীফুল ইসলামসহ অন্যরা।

আরও পড়ুন: চলচ্চিত্র ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র সালমান শাহর জন্মদিন আজ

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর প্রকাশিত জাতীয় জুলাই সনদ-২০২৫-এর চূড়ান্ত ভাষ্যে কুমিল্লা ও ফরিদপুরকে নতুন বিভাগ হিসেবে ঘোষণা করা হয়। তবে নোয়াখালীকে বিভাগ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি। এ সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে। প্রতিবাদ স্বরূপ নোয়াখালীবাসীর পক্ষ হয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তরিক উল্যাহ জাতীয় ঐকমত্য কমিশনকে আইনি নোটিশ পাঠান।

স্মারকলিপি প্রদানকালে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাইফুর রহমান রাসেল বলেন, ‘জাতীয় জুলাই সনদে বিভাগ ঘোষণার প্রস্তাবটি বৈষম্যমূলক, জুলাই বিপ্লবের চেতনার পরিপন্থি এবং সংবিধান ও ন্যায়বিচারের সঙ্গে সাংঘর্ষিক।’

তিনি আরও বলেন, ‘নোয়াখালী বিভাগ আন্দোলন মূলত বৃহত্তর নোয়াখালীবাসীর প্রাণের দাবি। প্রায় ৮০ লাখ মানুষের মতামত উপেক্ষা করে, গণশুনানি ছাড়াই এবং কোনো মতবিনিময় সভা না করেই এমন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। এতে সংবিধানের ৭ অনুচ্ছেদে জনগণকে প্রাধান্য দেওয়ার যে অঙ্গীকার রয়েছে, তা ভঙ্গ করা হয়েছে। আমরা এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’