০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮

ডাকসু নির্বাচনে শেষ মুহূর্তে ভদ্রতা ও শান্তির আহ্বান মীর্জা গালিবের

ড. মীর্জা গালিব  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের শেষ মুহূর্তে প্রার্থীদের ওপর চাপ বেড়েছে। যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মীর্জা গালিব মনে করেন, এই চাপের কারণে অনেক প্রার্থী সামনের দিনগুলোতে অপ্রত্যাশিত বা উল্টাপাল্টা আচরণ করতে পারেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শিক্ষার্থীদের শান্তি ও ভদ্র আচরণের প্রতি আহবান জানান।

ড. গালিব বলেন, ‘পজিটিভ প্রচারণার বদলে কেউ কেউ প্রতিপক্ষকে নিয়ে নেগেটিভ প্রচারণা চালাতে পারেন। পরাজয়ের সম্ভাবনা সামনে আসলে, দেয়ালে পিঠ ঠেকে যাওয়া প্রার্থীর মধ্যে ভদ্র আচরণ বজায় রাখা অনেক সময়ই কঠিন হয়ে পড়ে।’

আরও পড়ুন: ছাত্রদল, বাগছাস, বাম ও লীগের ৬৯৪ স্ক্রিনশট সংরক্ষণ ডাকসু প্রার্থী জুমার

একজন শিক্ষার্থী ভোটার হিসেবে মন্তব্য করে বলেন, ‘আমি যদি একজন ভোটার হতাম, তাহলে এই শেষের দিনগুলোতে যারা ভদ্রতা বজায় রাখতেন, কণ্ঠস্বর নরম রাখতেন এবং ক্যাম্পাসের পরিবেশ শান্ত রাখতেন — তাদেরই ভোট দিতাম।’