২৯ জুন ২০২৫, ১৭:১৮

১৭ বছর পর টুঙ্গিপাড়ায় বিএনপির সম্মেলন সোমবার, উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতারা

সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা  © টিডিসি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা ও পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন। আগামীকাল সোমবার (৩০ জুন) টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনাল প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে বিএনপির কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

সম্মেলন উপলক্ষে রবিবার (২৯ জুন) টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনাল সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

এতে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ সালাউদ্দিন, পৌর বিএনপির সদস্যসচিব ইমদাদুল হক মোল্লা, যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন, শামসুল হকসহ অন্য নেতারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবারের সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. কাজী আসাদুজ্জামান রিপন, ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমসহ কেন্দ্রীয় নেতারা যোগ দেবেন।

আরও পড়ুন: ভারতে পালানোর সময় বেনাপোলে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, বিএনপি সবসময় গণতন্ত্রে বিশ্বাসী। দীর্ঘ ১৭ বছর পর টুঙ্গিপাড়ায় এই সম্মেলন একটি গণতান্ত্রিক চর্চার প্রতিফলন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘একটি কুচক্রী মহল এই সম্মেলন বানচাল করতে চায়। সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।’

সম্মেলন ঘিরে টুঙ্গিপাড়ায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনে কয়েক হাজার নেতাকর্মীর সমাগম ঘটতে পারে।