আ’লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে গণজমায়েত ৩টায়, জুলাই স্পটে হবে গণঅবস্থান
আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দাবিতে আজ শনিবার (১০ মে) রাজধানীর শাহবাগে গণজমায়েত কর্মসূচি পালন করা হবে। বেলা ৩টা থেকে সর্বস্তরের ছাত্র-জনতা এতে অংশ নেবেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শনিবার সকালে ফেসবুকে পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছেন।
হাসনাত জানান, তিন দফা দাবিতে বিকাল ৩টা থেকে শাহবাগে ছাত্র-জনতার গণজমায়েত অনুষ্ঠিত হবে। এ ছাড়া সারাদেশের জুলাই স্পটে ছাত্র-জনতা গণঅবস্থান করবেন।
ছাত্র-জনতার তিন দফা দাবির মধ্যে রয়েছে-
১. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে।
আরো পড়ুন: শেকৃবিতে প্রশাসনের উপস্থিতিতে ছাত্রদলের দুই গ্রুপের হাতাহাতি, বিস্ফোরণ
২. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে।
৩. জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে।
এর আগে রাজধানীর অন্যান্য পয়েন্ট যেমন মিরপুর, বাড্ডা, রামপুরা, সায়েন্সল্যাবসহ গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে ব্লকেড না দেয়ার আহবান জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন, সমাবেশ করুন। কিন্তু ব্লকেড না, ব্লকেড খুলে দিন। এর আগে শুক্রবার রাতেই শাহবাগ থেকে গণজমায়েতের ঘোষণা দেন তিনি।