ডাকসুতে প্রতিনিধিত্ব চায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে আজ রবিবার দুপুর সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সংগঠনের নেতা-কর্মীরা। লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল (BMSC) ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক নিছৈমং মারমা।
লিখিত বক্তব্যে বক্তারা ডাকসু নির্বাচনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত, ঢাবির ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের জন্য ৫% শিক্ষা কোটা বাস্তবায়ন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সংখ্যক আবাসিক সিট সংরক্ষণসহ তাদের নানা প্রত্যাশার কথা তুলে ধরেন। সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক জেউন্স রিচার্স ঘাগড়া।