হলের বাইরে ডাকসুর ভোটকেন্দ্র দাবি
ওয়ালিদকে অনশনে বসতে দেয়নি ঢাবি প্রশাসন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫৮ AM , আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩১ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অনশনে বসতে চাইলেও ওয়ালিদ আশরাফকে বসতে দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভোটকেন্দ্র হলের পরিবর্তে একাডেমিক ভবনে করাসহ চার দফা দাবিতে গতরাত থেকে অনশনে বসার কথা ছিলো তার। বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তাকে তুলে দেওয়া হয় বলে অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন কোর্সের ছাত্র ওয়ালিদ আশরাফের।
ওয়ালিদ আশরাফ সাংবাদিকদেরকে বলেন, হলের বাইরে ভোটকেন্দ্র করার মতো একটি যৌক্তিক দাবিতে অনশনে বসতে চেয়েছিলাম। কারণ হলে ভোটকেন্দ্র থাকলে নানাভাবে অস্বস্তিতে পড়বেন শিক্ষার্থীরা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বসার পর উঠিয়ে দিয়েছে বলে তিনি জানান। এটা ডাকসু নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে বাধাগ্রস্ত করছে বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী সাংবাদিকদেরকে বলেন, ডাকসু নির্বাচনের প্রক্রিয়া ভালোভাবেই চলছে। মূলত নিরাপত্তার স্বার্থে তাকে সেখানে না বসার জন্য বলা হয়েছে। তবে সুনির্দিষ্ট কোন দাবি থাকলে তা লিখিতভাবে জানানোর আহবান জানান তিনি।
ডাকসু নির্বাচনের দাবিতে এর আগেও একাধিকবার অনশনে বসেছেন ওয়ালিদ আশরাফ। সেসময় বিভিন্ন গণমাধ্যমে তার অনশনে বসার খবর ফলাও করে প্রকাশ করা হয়।