যমুনার সামনে থেকে সরে জনসভাস্থলে গেলেন আন্দোলনকারীরা
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তৈরি জনসভামঞ্চের সামনে জড়ো হয়েছেন আন্দোলনকারীরা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের থেকে সরে আসেন তারা। শুক্রবার (৯ মে) দুপুর ১২টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশের পানির ফোয়ারার মোড়ে অবস্থান নেয় তারা।
এ মঞ্চের সামনেই জুমার নামাজ আদায়ের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এদিন সকালে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে জুমার নামাজের পর বড় জমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
আরো পড়ুন: ক্রাচে ভর দিয়ে হাসপাতাল থেকেই আ’লীগ নিষিদ্ধের আন্দোলনে জুলাই যোদ্ধা
ঘোষণার পরপরই তৈরি করা হয় মঞ্চ। যমুনার আশেপাশে এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। পুলিশের বিশেষায়িত বাহিনী স্পেশাল ওয়েপনস অ্যান্ড টেকটিকস ডিভিশনের (সোয়াত) একটি দল, পুলিশের বিশেষায়িত বাহিনী আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ (এপিবিএন) নিয়মিত পুলিশ সদস্য মোতায়ন রাখা হয়েছে।