জামিনে বের হয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার সাবেক এমপি
সিরাজগঞ্জ-৩ আসন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১০:২৭ PM , আপডেট: ০৮ এপ্রিল ২০২৫, ১০:৪৮ PM

হত্যাচেষ্টা মামলায় জামিনে কারামুক্ত হয়েছেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ। উত্তেজিত ছাত্র-জনতা জেলগেটে তাঁকে প্রতিরোধ কারামুক্ত হওয়ার পর মারধর করে।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে সদর থানা পুলিশ এসে তাঁকে নিরাপদ হেফাজতে নিয়ে যায়।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, সাবেক এমপি ডা. আব্দুল আজিজ জামিনে মুক্ত হওয়ার পরে ছাত্র-জনতা তাকে ঘিরে ধরে। বর্তমানে তিনি থানাতে আমাদের কাছে আছেন।
প্রসঙ্গত, ডা. আব্দুল আজিজ সিরাজগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ডা. আব্দুল আজিজ আত্মগোপনে ছিলেন। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।