শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে জনপ্রতিনিধিদের ক্ষমতা দেবে: দুলু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০৭:১০ AM , আপডেট: ০৩ এপ্রিল ২০২৫, ০২:১১ PM

শিক্ষার্থীরা আন্দোলন করে যেভাবে ফ্যাসিস্টকে সরিয়েছে সেভাবে দেশের মানুষের ভোটের ব্যবস্থা করে জনপ্রতিনিধিদের কাছে দেশের ক্ষমতা হস্তান্তর করবে বলে আশা করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বুধবার নাটোর দুপুরে শহরের রানী ভবানী রাজবাড়ীর মুক্ত মঞ্চে দেশের ৯৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত জেলার মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলনমেলায় এ প্রত্যাশার কথা জানান দুলু।
বিএনপির কেন্দ্রীয় কমিটির এই সদস্য বলেন, ‘নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, অনেক চক্রান্ত চলছে। নির্বাচনে যেকোনো ভাবে কালক্ষেপন করে দেশের মানুষের মধ্যে অবিশ্বাস তৈরির চেষ্টা করা হয়েছে। আমরা চাই, শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে যে অর্জন হয়েছে, ভোটের অধিকারের জন্য যে গণতন্ত্র অর্জন হয়েছে– সে গণতন্ত্র জাতীয় ও আর্ন্তজাতিক ষড়যন্ত্রের মাধ্যমে যেনো কেউ নস্যাৎ করতে না পারে, সেদিকে শিক্ষার্থীদের খেয়াল রাখতে হবে।
মেলা কমিটির সভাপতি শাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলো– রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এস এম আব্দুর রাজ্জাক, শের ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল লতিফ, কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী, পুলিশের ডিআইজি (এটিইউ) এ জেড এম নাফিউল ইসলাম প্রমুখ।