নির্বাচিত সংসদ ছাড়া সংবিধান পরিবর্তন টেকসই হবে না: জোনায়েদ সাকি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১০:৩৫ PM , আপডেট: ২৭ মার্চ ২০২৫, ১০:৩৫ PM

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, সংস্কারের অনেকগুলো জায়গা আছে। কিছু নির্বাচনের আগেই নির্বাহী আদেশে সংস্কার করা সম্ভব। আবার অনেকগুলো সংস্কার, যেগুলো সাংবিধানিক ও মৌলিক কাঠামোগত, সেগুলো নির্বাচিত জনপ্রতিনিধিদের করতে হবে। নির্বাচিত সংসদ ছাড়া সংবিধান পরিবর্তন করা টেকসই হবে না।
আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরে উপজেলা সদরে গণসংহতি আন্দোলনের দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়।
জোনায়েদ সাকি বলেন, ঐকমত্য কমিশনের উদ্যোগে সব রাজনৈতিক দল একমত হবে। সর্বসম্মত জায়গায় দাঁড়াবে। সেটি জাতীয় সনদ আকারে সামনে আসবে। সেই পরিবর্তনগুলো আসবে। আর যেসব জায়গায় অনৈক্য আছে, দ্বিমত আছে, সে ব্যাপারে রাজনৈতিক দলগুলো অধিকতর জনমত গঠন করবে। জনগণের সমর্থনের ওপর বিষয়টি নির্ভরশীল।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, ‘ভারত সরকারকে বলব, আপনারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র বন্ধ করুন। ১৯৯০ সালে এরশাদবিরোধী গণ-অভ্যুত্থান হয়েছিল। গণতন্ত্র পুনরুদ্ধারের সেই আশা পূরণ হয়নি। আওয়ামী লীগের আমলে এ দেশের মানুষের সবার কণ্ঠ রোধ করা হয়েছিল, বিরোধী দলের মত দমন করা হয়েছিল।’ তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও সাম্য প্রতিষ্ঠিত হয়নি দেশে। দেশের মানুষের এখনো ভোটের অধিকার নেই।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জহিরুল ইসলাম। সঞ্চালনা করেন গণসংহতি আন্দোলন বাঞ্ছারামপুরের সমন্বয়কারী শামীম শিবলী। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তি, দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।