২৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৫
দ্য ডেইলি ক্যাম্পাসের নামে ভুয়া ফটোকার্ড প্রচার
তাসরিক জিয়া নামে ফেসবুক আইডি থেকে দ্য ডেইলি ক্যাম্পাসের নামে পোস্ট করা ফটোকার্ডটি ভুয়া
দ্য ডেইলি ক্যাম্পাস (টিডিসি)-এর দাবি করে ‘বেকার ভাতা নয়, যুবকদের হাতে অস্ত্র তুলে দিতে চাই: জামায়াত আমির’ শীর্ষক ভুয়া একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (২৮ অক্টোবর) তাসরিক জিয়া (Tashrik Zia) নামে ফেসবুক আইডি থেকে ভুয়া এ ফটোকার্ডটি ছড়ানো হয়।
তাসরিক জিয়ার শেয়ার করা কার্ডটি বিশ্লেষণ করে দেওয়া যায়, ‘বেকার ভাতা নয়, যুবকদের হাতে কাজ তুলে দিতে চাই: জামায়াত আমির’-এই নিউজের দেওয়া ফটোকার্ডটি সম্পাদন করে ভুয়া কার্ডটি বানানো হয়েছে। কার্ডে ‘কাজ’ শব্দের স্থলে ‘অস্ত্র’ বসানো হয়। তাছাড়া ফটোকার্ডটির ডিজাইনের সঙ্গে দ্য ডেইলি ক্যাম্পাসের অরজিনাল ফ্রন্টের কোনো মিল নেই।