৫৬-তে পড়লেন শাহরুখ, দেখুন কিং খানের ব্লকবাস্টার হিট ছবির তালিকা

শাহরুখ খান
শাহরুখ খান  © সংগৃহীত

টানা তিন সপ্তাহ উদ্বেগ আর উৎকণ্ঠায় সময় কেটেছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের। এবছর নিজের জন্মদিন ও দীপাবলি বড় ছেলেকে নিয়ে উদযাপন করতে পারবেন কিনা, তা নিয়ে খুবই চিন্তায় ছিলেন তিনি। শেষ পর্যন্ত স্বস্তি ফিরেছে খান পরিবারে।

মাদক মামলায় ছেলে আরিয়ান খান মুম্বাই হাইকোর্ট থেকে জামিন পেয়ে জেল থেকে মান্নাতে ফিরেছেন। এর মধ্যেই চলে এলো ‘বাদশা’র জন্মদিন। আজ মঙ্গলবার (২ নভেম্বর) ৫৬ বছরে পা দিয়েছেন তিনি।

আরিয়ান জেলে থাকায় এবার মিস হয়ে গিয়েছে গৌরী খানের জন্মদিন ও শাহরুখ-গৌরীর বিবাহবার্ষিকী উদযাপন। গত সপ্তাহের শনিবার (৩০ অক্টোবর) জেল থেকে বাড়ি ফিরেছে আরিয়ান। তাই আপাতত নভেম্বরে থাকা সবগুলো ইভেন্টই ঠিকঠাক করে কীভাবে কাটানো যায়, সেদিকে নজর দিচ্ছে খান পরিবার।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, দীপাবলির আগে ভারত ফিরবেন শাহরুখকন্যা সুহানা খান। পরিবারের সকলের সঙ্গে ঘরোয়া আয়োজনে দীপাবলি উদযাপন করবেন এই অভিনেতা। বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের জন্য খোলা থাকবে মান্নতের দরজা। তারপর ১৩ নভেম্বর আরিয়ান খানের জন্মদিন উদযাপন করে ফের কাজে ফিরবেন বলিউডের ‘কিং অব রোমান্স’ ।

তবে এমনটা হওয়ার কথা ছিল না। মাসখানেক আগে থেকে নাকি আলিবাগের আলিশান বাড়িতে জাঁকালো আয়োজনে শাহরুখের জন্মদিন উদযাপন করার পরিকল্পনা ছিল। কিন্তু সবই নাকি এখন ভেস্তে গিয়েছে আরিয়ানের মাদককাণ্ডের ঘটনায়।  

১৯৬৫ সালের ২ নভেম্বর নয়াদিল্লির এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহরুখ খান। বলিউডে তার অভিষেক হয় ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে। প্রথম সিনেমাতেই তিনি অর্জন করেন সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার। দীর্ঘ ক্যারিয়ারে বহু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। তাকে সর্বশেষ পর্দায় দেখা গেছে ২০১৮ সালে ‘জিরো’ সিনেমায়। এরপর টানা তিন বছর নেই শাহরুখের কোনো সিনেমা। তবে বর্তমানে ‘পাঠান’র কাজ নিয়ে রয়েছে তার ব্যস্ততা।

এক ঝলকে দেখে নেওয়া যাক শাহরুখ খানের কিছু বক্সঅফিস হিট ছবির তালিকা:

১) দিওয়ানা (Deewana) – ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি প্রায় ৭.৭৫ কোটির ব্যবসা করেছিল।

২) রাজু বন গয়া জেন্টলম্যান (Raju ban Gaya Gentleman) – ১৯৯২ সালের ছবি প্রায় ২.৫০ কোটির ব্যবসা করে।

৩) বাজিগর (Baazigar) – ১৯৯৩ সালের ছবি ৭.৭৫ কোটির ব্যবসা করে।

৪) ডর (Darr) – ১৯৯৩ সালের ব্লকবাস্টার ছবি ১০.৭৫কোটির ব্যবসা করে।

৫) কভি হাঁ কভি না (Kabhi Haan Kabhi Naa) – ১৯৯৪ সালের ছবি ৩.৮৮ কোটির ব্যবসা করে।

৬) কর্ণ অর্জুন (Karan Arjun) – ১৯৯৫ সালের ছবি, ৩৫.২৯ কোটির ব্যবসা করে বক্স অফিসে।

৭) দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে (Dilwale Dulhania Le Jayenge) – ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ছবি যা আজও মানুষের মনে গেঁথে রয়েছে। সর্বকালের ব্লকবাস্টার ছবিটি প্রায় ৬৩.৩১ কোটির ব্যবসা করেছে।

৮) দিল তো পাগল হ্যায় (Dil To Pagal Hai) – ১৯৯৬ সালের ছবি, ৩৪.৯৭ কোটি টাকার ছবি।

৯) কুছ কুছ হোতা হ্যায় (Kuch Kuch Hota Hai) – অপর ব্লকবাস্টার ছবি। ১৯৯৮ সালের ছবিটি ৪৬.৮৭ কোটির ব্যবসা।

১০) মহাব্বতেঁ (Mohabbatein) – ২০০০ সালের ছবি, ৪১.৮৮ কোটির ব্যবসা।

১১) কভি খুশি কভি গম (Kabhi Khushi Kabhie Gham) – ২০০১ সালের ছবি ৫৫.৬৫ কোটির ব্যবসা করে।

১২) বীর জারা (Veer-Zaara) – ২০০৪ সালের ছবি ৪১.৮৬ কোটি টাকা আয় করে।

১৩) চক দে ইন্ডিয়া (Chak De India) – ২০০৭ সালের ব্লকবাস্টার ছবি, ৭৯.৪২ কোটির ব্যবসা করে।

১৪) ওম শান্তি ওম (Om Shanti Om) – ২০০৭ সালের অপর ব্লকবাস্টার ছবি, ৬৭.৬৯ কোটি টাকার ব্যবসা করে।

১৫) রব নে বনা দি জোড়ি (Rab Ne Bana Di Jodi) – ২০০৮ সালের ছবি। আরও একটি ব্লকবাস্টার হিট। ৮৪.৬৮ কোটি টাকা আয় করে।

১৬) চেন্নাই এক্সপ্রেস (Chennai Express) – ২০১৩ সালের অলটাইম ব্লকবাস্টার ছবি ২২৭.১৩ কোটি টাকা আয় করে।


সর্বশেষ সংবাদ