প্রতি বছর ৮ আগস্ট বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপিত হবে

  © সংগৃহীত

এখন থেকে প্রতি বছরের ৮ আগস্ট উদযাপিত হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী। ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী’ উদযাপন ও দিবসটি মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত পরিপত্রে ‘ক’ ক্রমিকে অন্তর্ভুক্তকরণের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) এক ভার্চ্যুয়াল মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয় প্রান্ত থেকে সংশ্লিষ্ট মন্ত্রীরা এতে অংশ নেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, তথ্য মন্ত্রণালয় এ প্রস্তাব পাঠায়। এর আলোকে মহিলা বিষয়ক মন্ত্রণালয় কর্মসূচি বাস্তবায়ন করবে। দিবসটি উপলক্ষে তথ্য মন্ত্রণালয় ক্রোড়পত্র প্রকাশ করতে পারবে বলেও জানানো হয়।


সর্বশেষ সংবাদ