করোনায় প্রাণ গেল কলেজ অধ্যক্ষের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ জুলাই ২০২০, ০৫:৩৪ PM , আপডেট: ১৫ জুলাই ২০২০, ০৫:৩৪ PM
করোনায় আক্রান্ত হয়ে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ইছামতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান মারা গেছেন। আজ বুধবার (১৫ জুলাই) ভোর সোয়া ৫টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তিনি চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তিনি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।
দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস জানান, কয়েকদিন ধরে চিকিৎসাধীন থাকার পর ভোরে শ্বাসকষ্ট বেড়ে গেলে মারা যান তিনি।
জানা যায়, গত ৩০ জুন করানোর উপসর্গ নিয়ে তিনি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেদিন তার নমুনা সংগ্রহ করা হয় এবং ২ জুলাই তার করোনা পজিটিভ প্রতিবেদন আসে। এরপর থেকেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।