করোনাকে কয়েকটা ওভার মেডেন দিতে হচ্ছে

  © ফাইল ফটো

আজ শুক্রবার ৪৭ বছরে পা রাখলেন ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। মহামারি করোনাভাইরাসের কারণে হচ্ছে না কোনো উদযাপন। ঘরবন্দী হয়েই জন্মদিন পালন করছেন শচীন। তার বিশ্বাস, খুব শিগগিরই আবরো স্বাভাবিক হয়ে যাবে পরিস্থিতি। আবারো মাঠে গড়াবো বাইশ গজের খেলা। আপাতত করোনাভাইরাসকে কয়েকটা ওভার মেডেন দিতে হচ্ছে এই আর কী!

ভারতীয় গণমাধ্যম এইসময়-এর সঙ্গে আলাপচারিতায় শচীন বলেন, ঘরবন্দী থাকাটাও তো আসলে ধৈর্য ধরে ব্যাটিং। করোনাভাইরাসকে যদি আমরা বোলার ধরি তাহলে তাকে তাকে কয়েকটা মেডেন ওভার দিতে হচ্ছে, ধরা যেতে পারে। এই সময়টা আমাদের সাবধানে খেলে ভাইরাসকে মেডেন দিতে হবে।

তিনি বলেন, যেমন ক্রিকেটে বোলার ভালো বল করলে ব্যাটসম্যানদের মেডেন দিতে হয়। হয় না? তারপর বোলার এক সময় ক্লান্ত হয়ে পড়ে, তার বলে আর সেই দাপট থাকে না। তখন ব্যাটসম্যান আবারো স্ট্রোক খেলতে পারে। অর্থাৎ পরিস্থিতি বুঝে ব্যাটটা চালাতে হবে। এখন মেডেন দেয়ার সময়। আবার সব ঠিক হলে স্বাভাবিক ব্যাটিংয়ে ফেরা যাবে।


সর্বশেষ সংবাদ