বিএসএমএমইউ ভিসির ফেলোশিপ লাভ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ অক্টোবর ২০১৮, ১১:২৯ AM , আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ১২:২৭ PM
দেশ ও বিদেশে নিউরোসার্জারি-বিষয়ক চিকিৎসাসেবা, গবেষণা ও শিক্ষকতায় অসামান্য অবদান রাখায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অব সার্জনসের (বিসিপিএস) সভাপতি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া রয়্যাল কলেজ অব ফিজিশিয়ান্স অব লন্ডন কর্তৃক সম্মানসূচক ফেলোশিপ লাভ করেছেন।
রয়্যাল কলেজ অব ফিজিশিয়ান্স অব লন্ডনের প্রেসিডেন্ট ইলেক্ট ডা. আন্দ্রে গুড্ডার্ড, এফআরসিপি ই-মেইলের মাধ্যমে পাঠানো এক পত্রে অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়ার ফেলো হিসেবে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী বছরের জুলাই অথবা সেপ্টেম্বরে রয়্যাল কলেজ অব ফিজিশিয়ান্স অব লন্ডনের ফেলোশিপ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তাকে অনুরোধ করা হয়েছে।