দেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু আজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১০:০৭ AM , আপডেট: ০৯ এপ্রিল ২০২৫, ১০:০৭ AM

দেশে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের সেবা পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে আজ। বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন’ এর কার্যক্রম স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে সরাসরি সম্প্রচার করা হবে।
বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনে স্টারলিংকের এই পরীক্ষামূলক সেবা উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে মহাকাশ ভিত্তিক ইন্টারনেট সেবার ব্যবহারে নতুন দিগন্ত উন্মোচিত হবে, যা আন্তর্জাতিক মানের ইন্টারনেট সেবার প্রত্যাশা পূরণে সহায়ক হবে, বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
আজকের সেশনে যোগ দিয়ে, ড. ইউনূস বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরবেন এবং বাংলাদেশে বিনিয়োগ করার জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানাবেন।
এর আগে, গত ২৯ মার্চ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) স্টারলিংককে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর জন্য অনুমোদন দেয়। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ জানান, স্টারলিংককে ৯০ দিনের মধ্যে কার্যক্রম শুরু করার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, যার ভিত্তিতে অনুমোদন দেয়া হয়েছে। বিডার নিবন্ধন ছাড়া বাংলাদেশে ব্যবসা পরিচালনা করার অনুমতি নেই, এবং স্টারলিংকও সে নিবন্ধন পেয়ে গেছে।