ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে ঘুমন্ত স্কুলছাত্রের মৃত্যু

মোহাম্মদ ফয়সাল
মোহাম্মদ ফয়সাল  © সংগৃহীত

আগুনের তাপ ও ধোঁয়ায় দম বন্ধ হয়ে মোহাম্মদ ফয়সাল নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৮ মার্চ) রাত দেড়টায় ডাবুয়া ইউনিয়নের পশ্চিম ডাবুয়া গ্রামের গণি হাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।

মুহাম্মদ ফয়সাল সদরের রাউজান ছালামত উল্লাহ উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল এবং প্রবাসী রহমত উল্লাহর ছেলে।

জানা যায়, রাত দেড়টার দিকে দ্বিতল ভবনের দোতলার একটি কক্ষে পরিবারের অন্য কয়েকজনের সাথে ঘুমিয়েছিল ফয়সাল। এমন সময় ভবনের পাশে থাকা একটি কাঁচা রান্নাঘরে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়লে, সবাই বের হয়ে পড়লেও আটকা পড়ে ফয়সাল। ঘুমন্ত অবস্থায়ই দম বন্ধ হয়ে মারা যায় সে।

পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন জানান, ফয়সালকে উদ্ধার করতে তারা প্রাণপণ চেষ্টা চালান। কেউ ভবনের পাশের সিঁড়ি দিয়ে জানালা ভাঙার চেষ্টা করেন, আবার কেউ দেয়াল বেয়ে ছাদে উঠে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। পরিশেষে, পাশের ঘরের দেয়াল ভেঙে লোকজন ফয়সালকে উদ্ধার করতে সক্ষম হন।

উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া ফয়সালকে উদ্ধার করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন তার চাচা হাবিব উল্লাহ ও দাদি শাহানু বেগম।

রাউজান ফায়ার সার্ভিসের ইনচার্জ সামশুল আলম বলেন, ‘খবর পেয়ে আমাদের দুটি ইউনিট রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ৩টা ৫০ মিনিটে আগুন নির্বাপণ সম্পন্ন হয়। এতে তিনটি আধা পাকা ঘর আগুনে পুড়ে চার লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়। এতে ৪০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। আগুনের তাপ ও ধোঁয়ায় দম বন্ধ হয়ে পাশের দ্বিতল পাকা ভবনের ঘুমন্ত এক ছেলে আহত হন। ওই ছেলেকে  উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক ছেলেটিকে মৃত ঘোষণা করেন।’

ছেলের হঠাৎ মৃত্যুর খবর পেয়ে আজ রবিবার (৯ মার্চ) দুপুর ১২টায় দেশে ছুটে আসেন ফয়সালের বাবা সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী রহমত উল্লাহ। এ সময় তার আহাজারিতে থমথমে হয়ে ওঠে পরিবেশ।


সর্বশেষ সংবাদ