২৪ জুলাই ২০২২, ০৯:৫২

বিদ্যালয়ের ক্লাসরুমে বজ্রপাত, আহত ১২ শিক্ষক-শিক্ষার্থী

পশ্চিমবঙ্গের একটি বিদ্যালয়ে বজ্রপাতে ১২ জন আহত হয়েছে   © প্রতীকী ছবি

বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের ক্লাস করাচ্ছিলেন শিক্ষকেরা। এসব হঠাৎই বজ্রপাত। এতে আহত হয়েছে শিক্ষিকা ও শিশুসহ ১২ জন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কলকাতার দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের বিষ্ণুপুর গ্রামপঞ্চায়েতের বংশিধরপুরে। আহতদেরকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্যকেন্দ্র সূত্র জানিয়েছে, এক শিশু গুরুতর আহত হয়েছে। তার শরীরের কিছু পুড়ে গেছে। খবর আনন্দবাজারের।

বৃহস্পতিবার দুপুরে রুটিন অনুযায়ী অঙ্গনওয়াড়ি স্কুলে ক্লাস চলছিল। দুপুর ১২টার দিকে ঝড়বৃষ্টি শুরু হয়। স্থানীয়রা জানান, আচমকা বাজ পড়ে অঙ্গনওয়াড়ি স্কুলের ওপর। এর পরই দেখা যায়, এক শিশু ও শিক্ষিকা মিতা চক্রবর্তী অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ বোধ করছে অন্য শিশুরাও।

আরো পড়ুন: দুর্নীতি মামলায় গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী পার্থ

খবর পেয়ে স্থানীয়রা এসে আহতদের নাইয়ারহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে মরিয়ম খাতুন নামে এক শিশু মারাত্মক আঘাত পেয়েছে। তার শরীরের কিছু অংশ পুড়ে গেছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

খবর পেয়েই হাসপাতালে ছুটে যান মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার। তিনি বলেন, দুপুরে ঘটনা শোনার পর হাসপাতালে যাই। তবে ভাগ্য ভালো বড় কোনও ক্ষতি হয়নি। এক শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। স্কুলের ক্ষয়ক্ষতি দ্রুত সারিয়ে দেওয়া হবে।