যুদ্ধের মধ্যেই কিয়েভে খুলেছে স্কুল

কিয়েভে খুলেছে স্কুল
কিয়েভে খুলেছে স্কুল  © সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে যুদ্ধের মধ্যেই স্কুল খুলেছে। আজ সোমবার (২৮ মার্চ) স্থানীয় সময় সকাল থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা থাকবে বলে জানিয়েছেন মেয়র ভিটালি ক্লিটসকো। তবে শিক্ষার্থীরা এখনই সশরীরে ক্লাসে অংশ নিতে পারবেন না। তাদের ঘরে বসে অনলাইনেই ক্লাস করতে হবে। ইউক্রেনের গণমাধ্যমের বরাতে এ খবর প্রকাশ করা হয়।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, কোর্সগুলো বর্তমান পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া হবে। বিভিন্ন শিক্ষামূলক প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম পোস্টে মেয়র আরও বলেন, এখন গুরুত্বপূর্ণ কাজ হলো সামরিক আইনের মতো কঠিন পরিস্থিতিতে বসবাস এবং কাজ করে যাওয়া। তারা আমাদের ভয় দেখানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তাতে কাজ হবে না বলেও জানিয়েছেন তিনি। ইউক্রেনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোও রুশ বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে বলে দাবি করেছে দেশটির সরকার।

আরও পড়ুন- পরীক্ষা হলে হিজাবে নয়, বোর্ড পরীক্ষার একদিন আগে কর্ণাটক শিক্ষামন্ত্রী

জাতিসংঘের তথ্যমতে, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরুর পর দেশটির অর্ধেকের বেশি শিশু দেশ ছাড়তে বাধ্য হয়েছে। ইউক্রেন ছেড়ে পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রসহ অনেক মিত্র দেশে আশ্রয় নিয়েছেন ৩২ লাখের বেশি নাগরিক। এই সংখ্যা আরও বাড়বে।

পশ্চিমা দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক ও ন্যাটোতে যোগদানের ইচ্ছা পোষণ করায় ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনা করছে রুশ সরকার। যুদ্ধ শুরুর পর ইউক্রেনের সেনারাও শক্ত প্রতিরোধ গড়ে তোলে। রুশ হামলায় দেশটির অধিকাংশ শহর ধ্বংস্তূপে পরিণত হয়েছে। ইউক্রেনের বেশ কিছু স্কুল ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। সামরিক অভিযানের কারণে পশ্চিমা দেশগুলোর রোষানলে পড়েছে রাশিয়া।


সর্বশেষ সংবাদ