২৩ মার্চ ২০২২, ১৪:১০

করোনা আক্রান্ত হলেন হিলারি ক্লিনটন

হিলারি ক্লিনটন  © সংগৃহীত

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃদু উপসর্গ থাকলেও সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২২ মার্চ) তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে বলে জানিয়েছেন ৭৪ বছর বয়সী সাবেক এ ফার্স্ট লেডি।

স্থানীয় সময় মঙ্গলবার (২২ মার্চ) এক টুইট বার্তায় ৭৪ বছর বয়সী সাবেক এই ফার্স্ট লেডি বলেন, আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি। আমার শরীরে এর (করোনা) হালকা কিছু উপসর্গ আছে। তবে আমি সুস্থ আছি।

কেউ এখনো করোনার টিকা না নিয়ে থাকলে দ্রুতই তাদের টিকা নেওয়ার আহ্বান জানিয়ে হিলারি ক্লিনটন টুইটে আরও লেখেন, গুরুতর অসুস্থতার বিরুদ্ধে করোনার টিকা ভালো সুরক্ষা দিতে পারে। আর এ জন্য আমি আগের চেয়ে বেশি কৃতজ্ঞ।

আরও পড়ুন: অর্থের বিনিময়ে ইউক্রেনেকে যুদ্ধের ট্যাংক দিল রুশ সেনা!

হিলারি এ সময় তার স্বামী ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন সুস্থ আছেন বলেও জানান। এর আগে, গত বছরের অক্টোবরে রক্তনালিতে সংক্রমণ নিয়ে ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে পাঁচ দিন ধরে ভর্তি ছিলেন বিল ক্লিনটন। দীর্ঘদিন ধরেই হৃদরোগসহ নানা সমস্যায় ভুগছিলেন তিনি।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও। গত রোববার (২০ মার্চ) পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।

করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি বারাক ওবামা নিজেই নিশ্চিত করেছেন। এক টুইটে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, কয়েক দিন ধরে আমার খুসখুসে কাশি ছিল। পরীক্ষায় করোনা সংক্রমণ ধরা পড়ে। তবে আমি সুস্থ আছি।