আফগানিস্তানে মেয়েদের জন্য স্কুল খুলে দেয়ার ঘোষণা

আফগানিস্তানের নারী শিক্ষার্থী
আফগানিস্তানের নারী শিক্ষার্থী  © ফাইল ফটো

আফগানিস্তানে মেয়েদের মাধ্যমিক স্কুলে পড়ার অনুমতি দিচ্ছে দেশটির শাসক গোষ্ঠী তালেবান। আগামী সপ্তাহ থেকে দেশের সব মাধ্যমিক স্কুল খুলবে। সেখানে ছেলেদের পাশাপাশি মেয়ে শিক্ষার্থীরাও যেতে পারবে। তবে তাদের কিছু শর্ত মানতে হবে।

তালেবানের অধীনে থাকা আফগানিস্তানে মেয়েদের শিক্ষার বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা ছিল। এই ঘোষণার পর সেই অনিশ্চয়তা কাটলো।

দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মাধ্যমিক স্কুলে মেয়েরা পড়াশোনা করতে পারবে কিনা, সেই বিষয় নিয়ে কয়েকমাস ধরে চলা অনিশ্চয়তা কমে এসেছে। তবে নারী শিক্ষার্থীদের জন্য আলাদা ক্লাসরুম ও শিক্ষকের ব্যবস্থা থাকবে বলেও জানিয়েছেন তিনি। মন্ত্রণালয় জানায়, যেসব অঞ্চলে নারী শিক্ষকের সল্পতা রয়েছে সেখানে বয়স্ক পুরুষ শিক্ষকরা মেয়েদের পড়াতে পারবেন।

আরও পড়ুন: স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন না আমির হামজা

গেল বছর তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকেই দেশটিতে নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিয়ে শুরু হয় অনিশ্চয়তা। মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরাতে তালেবান সরকারকে চাপ দিয়ে আসছে আন্তর্জাতিক সম্প্রদায়। এছাড়া অধিকাংশ দেশ তালেবান শাসনাধীন আফগানিস্তানকে স্বীকৃতি দেয়নি। তারা বারবার মানবধিকার ও নারী অধিকারের বিষয়টি তুলেছে।

এর আগে ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত আফগানিস্তান শাসন করেছে তালেবান। তখন তারা মেয়েদের শিক্ষা নিষিদ্ধ করে দিয়েছিল। অধিকাংশ চাকরি মেয়েরা করতে পারত না। এবার তালেবান আবার আফগানিস্তান শাসন করার পর মেয়েদের তুলনায় ছেলেরা অনেক বেশি সংখ্যায় স্কুল ও কলেজে ফিরেছে। তালেবান এখন বলছে, তারা নারীদের অধিকারকে সম্মান করে।


সর্বশেষ সংবাদ