ইউক্রেনে বোমা হামলায় নিহত হাদিসুরের মরদেহ আসতে পারে আজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ মার্চ ২০২২, ০৯:৪৪ AM , আপডেট: ১০ মার্চ ২০২২, ০৯:৪৪ AM
ইউক্রেনে রুশ বোমা হামলায় নিহত বাংলাদেশি জাহাজের নাবিক হাদিসুরের মরদেহ আজ বৃহস্পতিবার ঢাকায় আনা হতে পারে। বুধবার (৮ মার্চ) রাতে কূটনৈতিক একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এরইমধ্যে হাদিসুরের মরদেহ দেশে আনতে সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ইউক্রেন থেকে হাদিসুরের মরদেহ মলদোভায় নিয়ে যাওয়ার কথা রয়েছে। পরে রোমানিয়া ও হাঙ্গেরির বুদাপেস্ট থেকে বাংলাদেশে আনা হবে মরদেহ।
বাংলাদেশ সময় আজ রাত ১০টার পর মরদেহ দেশে পৌঁছাতে পারে। অবশ্য পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন রাতে গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবারই পৌঁছানো সম্ভব নাও হতে পারে।
আরো পড়ুন: চবির হলে অভিযান, ককটেলসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
তবে যতো তাড়াতাড়ি সম্ভব নাবিক হাদিসুরের মরদেহ দেশে পাঠানোর চেষ্টা চলছে বলে জানান তিনি। সংশ্লিষ্ট মিশনগুলোর আনুষ্ঠানিকতা শেষ করতে আরও একদিন লেগে যেতে পারে। সেটি হলে আগামীকাল মরদেহ ফেরার সম্ভাবনা রয়েছে।