ইউক্রেনের বিশ্ববিদ্যালয়ে বোমা হামলা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১০ মার্চ ২০২২, ০৮:০৭ AM , আপডেট: ১০ মার্চ ২০২২, ০৮:০৭ AM
ইউক্রেনের মারিউপলে একটি বিশ্ববিদ্যালয়ের ভবনে ও হাসপাতালে বোমা হামলা চালিয়েছে রুশ বাহিনী। ওই হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় ভবনটি এক কিলোমিটারের মধ্যেই। ওই এলাকার একটি প্রশাসনিক ভবনেও হামলা চালানো হয়েছে।
এ খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। মারিউপলের প্রিয়াজোভ স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি ও সিটি কাউন্সিল ভবনে বোমা আঘাত হানে।
এদিকে হাসপাতালে বোমা হামলার প্রতিবাদ জানিয়েছে জাতিসংঘ। হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীরা যেসব অবস্থান করছেন, সেসব ভবনে হামলা চালানো উচিত নয় বলে মন্তব্য করেছে সংস্থাটির মুখপাত্র স্টিফানে ডুজারিখ। তিনি বলেন, হামলা বন্ধের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্যকর্মীরা যাতে হামলার লক্ষ্যবস্তু না হয়, সে আহবানও জানিয়েছে সংস্থাটি।
আরো পড়ুন: শেন ওয়ার্নের শেষকৃত্য ৩০ মার্চ
ডুজারিখ বলেন, ইউক্রেনের মানবিক পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এ ছাড়া জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক হয়েছে। এতে তারা ইউক্রেনে ত্রাণসহায়তা সময়মতো পৌঁছানোর ব্যাপারে সম্মত হন। ইউক্রেনে হামলা শুরুর পর অন্তত ২২ লাখ মানুষ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন বলে বিভিন্ন সংস্থা জানিয়েছে।