দুইদিনে জয় চান পুতিন
আগামী দুইদিনের মধ্যে সামরিক অভিযান শেষ করার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাবেক রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই ফেদরোভের বরাত দিয়ে আল জাজিরা এ সংবাদ জানিয়েছে। তিনি বলেন, রাশিয়া অভিযান শেষ করতে বেশি সময় নিবে। খুব দ্রুতই অভিযান শেষ করা হবে।
ওই প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট পুতিন ২ মার্চের মধ্যেই জয় দিয়ে এই অভিযান শেষ করতে চান। অর্থাৎ আগামী দুই দিনের মধ্যে জয় নিশ্চিতের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। ফেদরোভ বলেন, পশ্চিমা দেশগুলো মস্কোর ধারণার চেয়েও শক্ত ও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ন্যাটোতে ইউক্রেনের যোগ দেয়া নিয়ে উত্তেজনার মধ্যেই গত সপ্তাহে দেশটিতে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। শক্ত প্রতিরোধ গড়ে তুলে ইউক্রেনও। সৈন্য ও দেশবাসীকে সর্বোচ্চ শক্তি দিয়ে রুশ সৈন্যদের রুখে দিতে আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।
আরও পড়ুন- হতাহতের খবর জানালো রাশিয়া
সামরিক অভিযানের শুরুর পর থেকে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে ক্ষমতাধর রাষ্ট্রগুলো। একই সঙ্গে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিচ্ছে দেশগুলি। এদিকে যুদ্ধ বন্ধে আজ প্রথমবারের মতো আলোচনায় বসছে রাশিয়া ও ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর ফোনালাপের পর এ সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। বৈঠকের বিষয়ে নিশ্চিত করেছে রাশিয়াও। কোন শর্ত ছাড়াই অনুষ্ঠিত হবে বৈঠক।