ইমরানের ছেলের বিরুদ্ধে মদ রাখার অভিযোগে পুলিশের এফআইআর
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ০২:০৬ PM , আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২২, ০২:২৭ PM
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের খানের ছেলের বিরুদ্ধে এফআইআর রেজিস্টার করেছে পুলিশ। মদ রাখার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইমরানের স্ত্রী বুশরা বিবির আগের ঘরের ছোট মুহাম্মদ মুসা মানেকাসহ ২ জনের বিরুদ্ধে এফআইআর রেজিস্টার করেছে পুলিশ। অন্য দুইজন হলেন, মুসা মানেকার আত্মীয় মোহাম্মদ আহমেদ মানেকা ও তাদের বন্ধু আহমেদ শাহরিয়ার।
আরও পড়ুন: ঢাবির ভর্তি পরীক্ষা হতে পারে মে-জুনে
পাকিস্তানে গণমাধ্যম ডন জানায়, লাহোরের একটি পুলিশ চৌকি অতিক্রম করার সময় তাদের গাড়িতে তল্লাশি করা হয়। সেসময় উদ্ধার করা হয় মদের বোতল। এরপর হাসপাতালে পরীক্ষা করা হলে আহমেদ শাহরিয়ারের দেহে মদের উপস্থিতি পাওয়া যায়।
পরে তাকে হাসপাতাল নিয়ে যায় তার স্বজনরা। ইতোমধ্যে জামিনও পেয়েছেন তিনি বলে জানা গেছে।