১৭ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৩৮

বাদাম বেচা ছেড়ে দিয়েছেন ভুবন

বাদাম বেচা ছেড়ে দিয়েছেন ভুবন  © ফাইল ছবি

ভারতের বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা ভুবন বাদ্যকরকে সবাই চেনে। ‘কাঁচা বাদাম’ বিক্রির সঙ্গে গান করে তিনি বেশ জনপ্রিয়তা পেয়েছেন। বিপুল জনপ্রিয়তার পর এবার তিনি নিজের বাদাম বেচার পেশাই ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ইলামবাজারের এক অনুষ্ঠানে গিয়ে এ ঘোষণা দেন ভুবন।

ভুবন বলেন, ‘‘আমি এখন সেলিব্রিটি হয়ে গেছি। এখন বাদাম বিক্রি করলে সবাই ঘিরে ধরবে, বাদামই বিক্রি হবে না। আর আপনাদের কাছে যখন পৌঁছে গিয়েছি, তখন আশা করি বাদাম আর বিক্রি করতে হবে না।”

সম্প্রতি গোধূলিবেলা মিউজিক কোম্পানি নামে যে প্রতিষ্ঠান প্রথম তার গান প্রকাশ করেছিল, তারাই এবার তার সঙ্গে তিন লাখ রুপির চুক্তি করেছে। এরপরই ভুবন কাঁচা বাদাম বিক্রি করবেন না বলে ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন: বাদাম বিক্রি বন্ধ করে গায়ক হতে চান ভুবন বাদ্যকর

ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে ভুবন বলেন, আমার গান নানা জায়গায় বাজছে। নাইজেরিয়ায়ও বেজেছে। সবাই নাচছে আমার গানে। খুব ভালো লাগছে। বিভিন্ন জায়গা থেকে ডাক পাচ্ছি।

ভুবনের গাওয়া ‘কাঁচা বাদাম’ গান ছড়িয়ে পড়েছে বিদেশেও। অনেকে নিজের মতো করে তার গানের আলাদা আলাদা সংস্করণও বের করছেন। বীরভূমের ইলামবাজারে গোধূলিবেলা মিউজিক কোম্পানির অফিসে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ভুবনের সঙ্গে কপিরাইট চুক্তি স্বাক্ষর হয়েছে। এখন থেকে ভুবনের গান ব্যবহার করার আগে প্রতিষ্ঠানটির অনুমতি নিতে হবে।

ইলামবাজারের অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভুবন বলেন, ‘‘ওরা আমাকে সংবর্ধনা দিল। আর তিন লক্ষ টাকার চুক্তি হয়েছে।” এসময় সাংবাদিকরা তার কাছে তার বাদাম বিক্রির পেশা সম্পর্কে জানতে চান। তিনি বলেন, ‘‘না না, এখন আর বাদাম বিক্রি করি না। এখন তো আমি সেলিব্রিটি। বাদাম বেচতে গেলে সবাই ঘিরে ধরে, বাদাম বিক্রি হয় না।”