১৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৮

এবার মধ্য প্রদেশের এক কলেজে হিজাব নিষিদ্ধ

সংগৃহীত   © ছবি

ভারতের কর্ণাটকের হিজাব উত্তেজনা দেশটির অন্য জায়গায় ছড়িয়ে পড়ছে। মধ্য প্রদেশের একটি কলেজে নিষিদ্ধ করা হয়েছে হিজাব। এ ছাড়া উত্তর প্রদেশের এক কলেজে হিজাব নিষিদ্ধের দাবিতে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে একদল তরুণ।

মধ্যপ্রদেশের দাতিয়া জেলার এক সরকারি কলেজে বিশ্ব হিন্দু পরিষদের নারী মোর্চা ‘দুর্গা বাহিনী’র আন্দোলনের পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ গতকাল হিজাব নিষিদ্ধের সিদ্ধান্ত জানায়। এমন খবর জানিয়েছে আনন্দ বাজার। 

আরও পড়ুন: মুখ দিয়ে লিখে এইচএসসিতে জিপিএ ৪.৫৮ পেলেন উজ্জ্বল

দাতিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ডিআর রাহুল জানান, কোনো সম্প্রদায়ের পরিচ্ছদ বলে পরিচিত এমন কোনো পোশাক পরে আসতে বারণ করা হয়েছে শিক্ষার্থীদের। সেটা হিজাব হতে পারে কিংবা অন্য কোনো সম্প্রদায়ের পোশাক-পরিচ্ছদ।

আর উত্তর প্রদেশের আলীগড় জেলার ধর্ম সমাজ কলেজে গত সোমবার এক দল তরুণ গলায় গেরুয়া শাল জড়িয়ে কর্তৃপক্ষের কাছে উপস্থিত হয় এবং কলেজে হিজাব নিষিদ্ধের দাবিতে স্মারকলিপি দেয়। কর্ণাটক থেকে শুরু হওয়া হিজাব বিতর্ক বর্তমানে আদালতে বিচারাধীন।