ডেনমার্কের রানী মার্গ্রেথে করোনা আক্রান্ত
ডেনমার্কের রানী মার্গ্রেথে করোনা আক্রান্ত হয়েছেন। আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) দেশটির রয়্যাল কোর্ট থেকে দেয়া এক বিবৃতিতে এ খবর দেয়া হয়েছে। করোনক্রান্ত হলেও এখন পর্যন্ত তিনি সুস্থ রয়েছেন।
বর্তমানে রানী আমালিয়েনবর্গ প্রাসাদে আইসোলেশনে রয়েছেন। এটি কোপেনহেগেনে অবস্থিত।
আরও পড়ুন: কর্ণাটক হাইকোর্টেও সুরাহা হলো না হিজাব বিতর্ক
কোভিড আক্রান্ত হওয়ার কারণে তার সামনের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। এছাড়া তার নরওয়েতে ছুটি কাটাতে যাবার কথা ছিল। কিন্তু কোভিড পজেটিভ জানার পরে সেই সফর বাতিল করা হয়েছে।
গত অর্ধ শতাব্দি ধরে সিংসাহসনে রয়েছেন তিনি। রানী মার্গ্রেথের বয়স ৮১ বছর। ডেনমার্কে নাৎসি আক্রমণের এক সপ্তাহ পরে রাণি জন্মগ্রহন করেছিলেন। তিনি যুদ্ধের বছরগুলি ডেনমার্কে কাটিয়েছিলেন এবং তারপরে কোপেনহেগেনে স্কুলে পড়াশোনা করেন। তিনি পড়াশোনা চালিয়ে যান কোপেনহেগেন, জুটল্যান্ডের আরহুস, কেমব্রিজ, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এবং সোরবনে। ১৯৫৩ সালে, ডেনিশ সংবিধানে সিংহাসনে নারীর উত্তরাধিকারের অনুমতি দেওয়ার পরে, রাজার জ্যেষ্ঠ কন্যা মার্গ্রেথ ‘সিংহাসন উত্তরাধিকারী’ হন। তার ১৮ তম জন্মদিন থেকে তিনি তার ভবিষ্যতের দায়িত্ব পালনের জন্য কাউন্সিল অফ স্টেটের সভাগুলিতে অংশ নিয়েছিলেন।