৭০ বছরের চাকরি জীবনে ছুটি নেননি একদিনও
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪০ AM , আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৮ AM
৭০ বছর ধরে কাজ করছেন একটি কোম্পানিতে। এই লম্বা সময়ের চাকরি জীবনে অসুস্থতার জন্য একদিনও ছুটি কাটাননি। এমন অবিশ্বাস্য কাণ্ড করেছেন ইংল্যান্ডের ব্রায়ান চোর্লে। এ খবর দিয়েছে ইন্ডিয়া টাইমস।
প্রতিবেদনে বলা হয়, মাত্র ১৫ বছর বয়সে ১৯৫৩ সালে কর্মজীবন শুরু করেন চোর্লে। স্কুলছাত্র ব্রায়ান গরমের ছুটিতে সমারসেট এলাকার ক্লার্ক শু কোম্পানি নামে জুতা তৈরির সংস্থায় কাজ শুরু করেন। পড়াশোনার পাশাপাশি পরিবারের জন্যও কিছু বাড়তি উপার্জন করার আশা থেকেই তিনি ওই কাজে যোগ দেন।
প্রথমবার ৪৫ ঘণ্টার কাজ করেন ব্রায়ান। কাজ শেষে তিনি পেয়েছিলেন দুই পাউন্ড ও তিন সিলিং। সেই সময় এই সামান্য অর্থই তার কাছে ছিল অনেক। আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন ব্রায়ান। এক পাউন্ড মায়ের হাতে দিয়েছিলেন। বাকি নিজের প্রয়োজনের জন্য রেখে দেন।
আরও পড়ুন- ছাত্রদলে নিয়মিত শিক্ষার্থী নেই একজনও
তারপর থেকে এখন পর্যন্ত সেই জুতা তৈরির সংস্থায়ই কাজ করে চলেছেন ব্রায়ান। এর মধ্যে কোম্পানির আমূল পরিবর্তন হয়েছে। কারখানার ভোল পালটে এখন তৈরি হয়েছে শপিং সেন্টার। অবশ্য ক্লার্কের কাজে এমন কোনও পরিবর্তন আসেনি। এখনও একইভাবে নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন কিন্তু একদিনও অসুস্থতার জন্য ছুটি না নেননি।
ব্রায়ান জানান, বরাবর নিয়ম মেনে জীবন যাপন করেছেন তিনি। এজন্যই এভাবে কাজ করা তার মধ্যে সম্ভব হয়েছে। এর জোরেই মেডিক্যাল চেক-আপে সুস্থতার সার্টিফিকেটই পেয়েছেন বলে দাবি ব্রায়ানের। আট বছর আগে স্ত্রীকে হারিয়েছেন ব্রায়ান। বাড়িতে তার কেউ নেই। এ কারণে সকাল হলেই কাজে চলে আসেন তিনি। ব্রায়ান জানান, কাজে আসলে অনেক মানুষের সঙ্গে দেখা হয়, তাদের সঙ্গে কথা বলা যায়। যতদিন পারবেন এভাবেই সিক লিভ না নিয়ে কাজ করে যাবেন বলে জানান আশি পার করা বৃদ্ধ।