মুসলমান নারী বিক্রির অ্যাপ নির্মাতা গ্রেপ্তার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২২, ০৪:৩৬ PM , আপডেট: ০৮ জানুয়ারি ২০২২, ০৪:৩৬ PM
ভারতে বিতর্কিত অ্যাপ ‘বুল্লিবাই’ এর নির্মাতা নিরাজ বিষ্ণোইকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির অন্তত ১০০ জনের বেশি মুসলমান নারীর ছবি ব্যবহার করে তাদের বিক্রির বিজ্ঞাপন দেওয়া এই অ্যাপে। ২১ বছর বয়সী নিরাজকে গত বৃহস্পতিবার আসামের জোরহাত জেলা থেকে গ্রেপ্তার করা হয়।
২১ বছর বয়সী নীরাজ ভোপালের একটি কলেজে ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ‘বুল্লিবাই’ নামের ওই ওপেন সোর্স অ্যাপ ব্যবহার করে সে নারী অবমাননার কাজ করে আসছিল। কেন সে এই কাজ করল, তা খতিয়ে দেখা হচ্ছে। দিল্লি পুলিশের বিশেষ তদন্তকারী দল তাকে জিজ্ঞাসাবাদ করছে।
আরও পড়ুন: ভারতে নিলামে তোলা হলো ১০০ মুসলিম নারীকে
পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন, তাঁর কাছে যা সঠিক মনে হয়েছে, সেটিই তিনি করেছেন।
পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন, তাঁরা নিরাজের কাছ থেকে অ্যাপটি নির্মাণে ব্যবহার করা ডিভাইসটি উদ্ধার করেছেন।
আরও পড়ুন: চাঁদের জমি কারা বিক্রি করেন?
‘বুল্লি বাই’ অ্যাপে বেশ কয়েকজন সাংবাদিক, অধিকারকর্মী, একজন পুরস্কার বিজয়ী বলিউড অভিনেতা এবং এমনকি ২০১৬ সালে নিখোঁজ হওয়া একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মায়ের নাম ও ছবি দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: বিনামূল্যের সরকারি বই কেজি দরে বিক্রি করলেন প্রধান শিক্ষক
অ্যাপটি মাইক্রোসফটের সফটওয়্যার শেয়ার করার প্ল্যাটফর্ম গিটহাবে অ্যাপটি রাখা ছিল। অভিযোগ ওঠার পর অ্যাপটি গিটহাব প্রাথমিক পর্যায়ে বন্ধ করে দেয়। এরপর এটি মুছে ফেলা হয়েছে। অ্যাপটি নভেম্বরে তৈরি করা হয়। ৩১ ডিসেম্বর এটি ব্যবহারের জন্য প্রকাশ করা হয়। আর আরেকটি টুইটার অ্যাকাউন্ট থেকে এই অ্যাপের বিষয়টি ছড়িয়ে দেওয়া হয়েছে।
দেশটির তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ওই অ্যাপটি যারা আপলোড করেছে গিটহাব তাদের ব্লক করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ সাইবার সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করছে।