ভারতে নিলামে তোলা হলো ১০০ মুসলিম নারীকে
ভারতে আবারও ১০০ মুসলিম নারীকে বিক্রির জন্য নিলামে তোলা হয়েছে। এ কাজটি করেছে ‘বুল্লি বাই’ নামে একটি অ্যাপ। এ নিয়ে ভারতজুড়ে চলছে সমালোচনা। তবে এ ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ‘সুল্লি ডিলস’ নামে একটি অ্যাপও একই কাজ করেছে। মুসলিম নারীরা বলছেন, এ ঘটনা তাদের জন্য চরম অপমানজনক। খবর আল জাজিরার।
এদিকে মুসলিম মেয়েদের নিলামে বিক্রির চেষ্টার অভিযোগে দেশটিতে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। চাপ ও সমালোচনার মুখে ভারতের কেন্দ্রীয় আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘটনার সঙ্গে জড়িতদের গিটহাব অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন। একইসঙ্গে জড়িতদের বিরুদ্ধে ‘পরবর্তী পদক্ষেপ’ নেওয়া হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।
আরও পড়ুন- নতুন বই পেতে আরও অপেক্ষা করতে হবে শিক্ষার্থীদের
প্রতিবেদনে বলা হয়, কাশ্মীরের বাসিন্দা কুররাতুলআইন রেহবার ঘুম থেকে উঠে দেখেন অনলাইনে বিক্রির জন্য তাকে নিলামে তোলা হয়েছে। অনুমতি ছাড়া তার ছবি নেওয়া হয়েছে। এভাবে শতাধিক নারীর ছবি আপলোড করা হয়েছে বিক্রির জন্য। এসব নারীর মধ্যে বলিউডের অভিনেত্রী শাবানা আজমিও রয়েছেন। এ ছাড়া রয়েছেন সাংবাদিক, অধিকারকর্মী ও রাজনীতিবিদ। এর আগে, সুল্লি ডিলস অ্যাপে ৮০ মুসলিম নারীকে বিক্রির জন্য নিলামে তোলা হয়েছিলো। ভারতে বুল্লি ও সুল্লি শব্দ দুইটি নারীদের অপমান করার জন্য ব্যবহার করা হয়।
আরও পড়ুন- নিখোঁজের ৫ দিন পর কলেজছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার
সমালোচনার পর গত শনিবার অ্যাপটি নামিয়ে নেওয়া হয়। ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মুম্বাইয়ের সাইবার পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করেছে।
নিলামে ওঠা রেহবার বলেন, হতবাক হয়ে গেছি। এটা খুবই অপমানজনক ও হতাশার। যখন অ্যাপে ছবি দেখলাম, তখন আমার গলা ভারী হয়ে আসে, আমার লোম খাড়া হয়ে যায় এবং আমি অসাড় হয়ে পড়ি।