প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দিয়েছে পুলিশ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৪ অক্টোবর ২০২১, ০২:২৮ PM , আপডেট: ০৪ অক্টোবর ২০২১, ০২:২৮ PM
ভারতের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে আটকের ঘন্টাখানেক পরই ছেড়ে দিয়েছে উত্তরপ্রদেশ রাজ্য পুলিশ। সোমবার (৪ অক্টোবর) ভোরে লখিমপুরের খিরিতে নিহত চার কৃষকের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে তাকে আটক করে সীতাপুরে নিয়ে যায় পুলিশ। এর প্রায় ঘণ্টাখানেক পরে সকালের দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।
লখিমপুর যাওয়ার পথে উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকেও গৃহবন্দী করেছে পুলিশ। এ সময় তার সমর্থকরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
ঘটনার সূত্রপাত গতকাল রবিবার (৩ অক্টোবর)। সেদিন উত্তরপ্রদেশের লখিমপুরের কৃষকরা শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলন করছিল। সেই সময়ে ওই রাস্তা দিয়েই যাচ্ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয়মিশ্রের গাড়িবহর। কৃষকদের অভিযোগ, তাদের ভিড় দেখেও মন্ত্রী তার গাড়ি না দাঁড় করিয়ে চলে যায়। এসময় বহরে থাকা ওই মন্ত্রীর ছেলের চালানো গাড়ির চাকায় পিষ্ট হয়ে চার কৃষকের মৃত্যু হয়।
এই ঘটনার পরে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। দিনভর লখিমপুরে চলে বিক্ষোভ। আজ সোমবার দলের অন্য নেতাদের নিয়ে নিহত সেই চার কৃষকের পরিবারের সঙ্গে দেখা করতেই যাচ্ছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তাকে আটক করে উত্তরপ্রদেশ পুলিশ।
কংগ্রেস জানিয়েছে, লখিমপুরে যাওয়ার পথিমধ্যে পুলিশ গাড়ি আটকানোর পর পায়ে হেঁটেই সেখানে দিকে রওনা হন প্রিয়াঙ্কা। দফায় দফায় তার লখিমপুর যাওয়ার পথে বাধা দেওয়া হয়। এক পর্যায়ে হরগাঁও থেকে গ্রেফতার করা হয় প্রিয়াঙ্কা গান্ধীকে।
তবে, মন্ত্রী অজয় মিশ্রের দাবি, তার ছেলে গাড়িবহরে ছিল না। থাকলে তাকে পিটিয়ে মেরে ফেলতো কৃষকরা।