বৃষ্টির দেবতাকে তুষ্ট করতে মেয়ে শিশুদের নগ্ন শোভাযাত্র, যা বলছে প্রশাসন

মধ্য প্রদেশের দামোহ্ জেলার বুন্দেলখন্ডের খরা-পীড়িত এক গ্রামে এ ঘটনা ঘটে।
মধ্য প্রদেশের দামোহ্ জেলার বুন্দেলখন্ডের খরা-পীড়িত এক গ্রামে এ ঘটনা ঘটে।  © সংগৃহীত

বৃষ্টির দেবতাকে তুষ্ট করতে ভারতের মধ্য প্রদেশের দামোহ্ জেলার বুন্দেলখন্ডের খরা-পীড়িত এক গ্রামে ছয়টি মেয়ে শিশুকে নগ্ন করে শোভাযাত্রা করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সাথে বিশ্বাস এর ফলে বৃষ্টির দেবতা তাদের ওপর তুষ্ট হবে।

সোশাল মিডিয়াতে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, এক খণ্ড কাঠের সাথে বাধা একটি ব্যাঙ কাঁধে নিয়ে পাঁচ বছর বয়সী এই মেয়েগুলি শোভাযাত্রার সাথে পথ হাঁটছে। তাদের পেছনে গান গেয়ে চলেছে একদল নারী। শোভাযাত্রাটি গ্রামের প্রতিটি বাড়ির আঙিনায় গিয়ে থামে এবং দান হিসেবে খাদ্যসামগ্রী গ্রহণ করে।

পরে গ্রামের মন্দিরের লঙ্গরখানায় ঐ খাবার ব্যবহার করা হয়।

এ নিয়ে ভারতের জাতীয় শিশু অধিকার কমিশন দামোহ্ জেলার প্রশাসনের কাছে ওই ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছে।

মধ্য প্রদেশের পুলিশ বলছে, এই ঘটনার নিয়ে কোনো আনুষ্ঠানিক অভিযোগ তাদের হাতে নেই। এই মেয়েগুলোকে জোর করে নগ্ন করা হয়েছে এমন প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

দামোহ্ জেলার কালেক্টার এস কৃষ্ণ চৈতন্য বলেছেন, এই মেয়েগুলোকে তাদের অভিভাবকরা এই পূজায় অংশ নিতে অনুমতি দিয়েছে। শুধু তাই না তারা নিজেরও এতে যোগদান করেছে।

উল্লেখ্য, ভারতের বহু জায়গার কৃষি মূলত মৌসুমি বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল। বিভিন্ন জায়গায় বৃষ্টির দেবতাকে তুষ্ট করার জন্য নানা রকম পূজার ব্যবস্থা রয়েছে। কোন কোন জায়গায় বৃষ্টি আনার জন্য যজ্ঞ করা হয়। কোথাও বা ব্যাঙের বিয়ের আয়োজন করা হয়। দেবতার তুষ্টির জন্য কোথাও বা শোভাযাত্রারও আয়োজন করা হয়।

গ্রামীণ সংস্কৃতির বিশেষজ্ঞরা বলেন, এই ধরনের লৌকিকতার মাধ্যমে মানুষ যে কতটা মরীয়া সে সম্পর্কে একটা ধারণা করা যায়। যখন অন্য কোনো সাহায্য পাওয়ার কোন আশা থাকে না, তখন মানুষ এ ধরণের কাজ করে থাকে বলে তারা মন্তব্য করেন।


সর্বশেষ সংবাদ