`তালেবানদের অত্যাচার দেখে গর্জে উঠি, হিন্দুত্ববাদী সন্ত্রাসের সময় চোখ বুজে থাকি'
- টিডিসি ডেক্স
- প্রকাশ: ২০ আগস্ট ২০২১, ১০:৫৭ PM , আপডেট: ২০ আগস্ট ২০২১, ১১:২৯ PM
বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের এক টুইট নিয়ে পুরো ভারত জুড়েই তোলপার চলছে। এমনকি তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন দেশটির সাধারণ মানুষ। এ বিষয়ে ইতোমধ্যেই থানায় এফআইআরও করেছেন এক ভারতীয় নাগরিক।
টুইট বার্তায় স্বরা ভাস্কর লিখেছেন, ‘হিন্দুত্ববাদী সন্ত্রাসের সমালোচনা আমরা করি না। তবে তালেবানি সন্ত্রাস দেখে আমরা রেগে যাই, ক্ষুব্ধ হই। তালেবানদের অত্যাচার দেখে আমরা গর্জে উঠি। কিন্তু হিন্দুত্ববাদী সন্ত্রাসের সময় আমরা চোখ বুজে থাকি।আমাদের মূল্যবোধ কোনো নির্দিষ্ট সন্ত্রাসের উপর নির্ভর করে তৈরি করা উচিত নয়।’
স্বরা ভাস্করের এই টুইট বার্তা ভালোভাবে নেয়নি দেশটির সাধারণ মানুষ। স্বরার টুইট নিয়ে বেজায় চটেছেন কট্টরপন্থি হিন্দুরা। অনেকেই তার পোস্টে বরূপ মন্তব্য করেছেন। দেশটির লালবাজার নামক এলাকার বাসিন্দা রাজা চৌধুরী স্বরার নামে কলকাতা পুলিশের সাইবার সেলে এফআইআর করেছেন।