সৌদি আরবে কোয়ারেন্টিন খরচে সরকারি অর্থ সহায়তা স্থগিত

জেদ্দা কনস্যুলেটের নোটিস
জেদ্দা কনস্যুলেটের নোটিস  © স্ক্রিনশট

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি কর্মীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাবদ ব্যয়ের বিপরীতের আর্থিক সহায়তা স্থগিত করেছে বাংলাদেশ সরকার।

বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কার্যালয়ের কাউন্সেলর (শ্রম) মো. আমিনুল ইসলাম সাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়।

ওই নোটিসে বলা হয়, শুক্রবার (২০ আগস্ট) থেকে আর্থিক সহায়তা স্থগিত থাকবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নির্দেশনায় এটি স্থগিত করা হলো বলে জানানো হয়।

গত ৩০ মে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন ২০ থেকে ২৫ হাজার টাকার আর্থিক সহায়তার ঘোষণা দেন।


সর্বশেষ সংবাদ