একজন করোনা রোগী পাওয়ায় পুরো নিউজিল্যান্ড লকডাউন
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৭ আগস্ট ২০২১, ১১:৪৩ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২১, ১১:৪৩ PM
গত ফেব্রুয়ারির পর ৬ মাসে নিউজিল্যান্ডে প্রথম স্থানীয় পর্যায়ে একজনের কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা অ’ড্রুন। বিবিসি জানায়, অকল্যান্ডে ৫৮ বছর বয়সী এক ব্যক্তির দেহে নতুন এই কোভিড শনাক্ত হয়েছে। গত বৃহস্পতিবার থেকে তিনি কোভিড আক্রান্ত।
প্রধানমন্ত্রী জেসিন্ডা মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, করোনাভাইরাসের অতি সংক্রামক ডেল্টা ধরনের সংক্রমণ ঘটেছে বলে মনে করছে কর্তৃপক্ষ। ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং এখনও চলছে।
অকল্যান্ডে কোভিড শনাক্ত হওয়ায় এই এলাকায় এক সপ্তাহ লকডাউন জারি থাকবে। আর দেশের বাদবাকি অঞ্চলে লকডাউন জারি থাকবে তিনদিন।
মঙ্গলবার স্থানীয় সময় রাত প্রায় ১২টা থেকে এই লকডাউন কার্যকর হবে। সবচেয়ে কঠোর চার স্তরের এই লকডাউনের আওতায় মানুষজনকে অবশ্যই ঘরে থাকতে হবে। স্কুল, অফিস, ব্যবসা-বাণিজ্য সব বন্ধ থাকবে। কেবল জরুরি পরিষেবা চালু থাকবে।
এরই মধ্যে সংক্রমণের ২৩টি সম্ভাব্য এলাকা চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। দেশটির মাত্র ২০ শতাংশ মানুষ ভ্যাকসিনের পূর্ণ ডোজ নিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে ডেল্টা ধরন ছড়িয়ে পড়া সর্বশেষ দেশগুলোর মধ্যে আছে আমাদের দেশ। আমরা বিদেশের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া এবং কোন পদক্ষেপ কাজে আসবে আর কোনটা কাজে আসবে না তা দেখার অবস্থানে আছি।