পশ্চিমবঙ্গে ১৬ আগস্ট ‘খেলা হবে দিবস’ ঘোষণা

মমতা বন্দোপাধ্যয়
মমতা বন্দোপাধ্যয়  © ফাইল ফটো

চলতি বছর ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক স্লোগান ‘খেলা হবে’ ব্যাপক জনপ্রিয়তা পায়। এই স্লোগনই এখন দিবস হিসেবে পালন হবে ভারতের এই রাজ্যটিতে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয় ১৬ আগস্টকে ‘খেলা হবে’ দিবস ঘোষণা করেছেন। খবর আনন্দবাজারের।

বুধবার (২২ জুলাই) এমন ঘোষণা দিয়েছেন মমতা। সেই সাথে জানিয়েছেন, দিবসটিতে রাজ্যের স্কুল-কলেজ ও বিভিন্ন ক্লাবকে ‘খেলা হবে’ দিবস উপলক্ষে ফুটবল বিতরণ করা হবে।

মমতার বরাত দিয়ে আননন্দবাজার লিখেছে, ২০২১ সালের রাজ্যসভা নির্বাচনে প্রথম খেলা হয়েছিল। সেই খেলায় আমরা জয় লাভ করেছি। এই রাজ্য থেকে বিজেপিকে হটিয়েছি। এবার ২০২৪ সালে লোকসভা নির্বাচনে খেলা হবে। সেই খেলা হবে দিল্লির মসনদ থেকে নরেন্দ্র মোদিকে হটানোর খেলা। ভারত থেকে বিজেপিকে হটানোর খেলা।

সূত্র : আনন্দবাজার


সর্বশেষ সংবাদ