ইসরায়েলের হামলায় ফের রক্তাক্ত ফিলিস্তিন
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৩ জুলাই ২০২১, ০৯:০২ AM , আপডেট: ০৩ জুলাই ২০২১, ১০:১৪ AM
ইসরায়েলি বাহিনী ফের বেসামরিক ফিলিস্তিনিদের উপর শুক্রবার হামলা চালিয়েছে। এ হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৮৭ জন ফিলিস্তিনি। শুক্রবার দখলকৃত পশ্চিম তীর, নাবুলস, বেইতাসহ একাধিক জায়গায় ইহুদি দখলদারিত্বের প্রতিবাদে বিক্ষোভ দেখান বেসামরিক ফিলিস্তিনিরা। আন্দোলনের কিছুক্ষণের মধ্যেই তাদের দমানোর চেষ্টা করে ইসরায়েলি বাহিনী। একপর্যায়ে শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে কাঁদানে গ্যাস, রাবার বুলেট এবং তাঁজা গুলি ছুড়ে তারা। জবাবে ইট-পাটকেল নিক্ষেপ করে প্রতিবাদ জানায় ফিলিস্তিনিরা।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়, শুক্রবারের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ৮৪ জন আহত হয়েছেন। আহত ফিলিস্তিনিদের উদ্ধারে আসা একটি এ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে গাড়ির গ্লাস ভেঙে যায়। রাবার বুলেটে বিদ্ধ হয়ে দুই স্বাস্থ্য কর্মী গুরুতর আহত হন।
ফিলিস্তিনের তথ্যমতে, দখলকৃত পশ্চিমতীরে ৬ লাখ ৫০ হাজার ইহুদি অবৈধভাবে বসতি গড়েছে। সম্প্রতি ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর দমন-পীড়ন বেড়ে গেছে। গত মাসে গাজা উপত্যায় ১১ দিনের যুদ্ধে ইসরায়েলি বাহিনীর বিমান হামলা প্রাণ হারান আড়াই শতাধিক ফিলিস্তিনি। সম্প্রতি যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়েছে তেল আবিব।