অবৈধ বিদেশি কর্মীদের বৈধতার সময় বাড়ালো মালয়েশিয়া

মালয়েশিয়া ইমিগ্রেশন পয়েন্ট
মালয়েশিয়া ইমিগ্রেশন পয়েন্ট  © ফাইল ফটো

মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসকারী বিদেশি কর্মীদের বৈধতার মেয়াদ বাড়ানো হয়েছে। গতকাল এই সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও সেটি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। গত বছরের নভেম্বরে এই প্রক্রিয়া শুরু হয়েছিল।

মেয়াদ বাড়ানো হলেও এখনো আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছুই জানায়নি দেশটির সরকার। তবে মালয়েশিয়ার ইমিগ্রেশন ওয়েভ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বৃদ্ধির কথা জানিয়েছে।

প্রসঙ্গত, গত বছর এই প্রক্রিয়া শুরু হওয়ার পর এখন পর্যন্ত প্রায় দুই লাখ অবৈধ অভিবাসী বৈধতা পাওয়ার রেজিষ্ট্রেশন করেছেন। এদের মধ্যে এক লাখ ১০ হাজার অভিভাসী বৈধতার আবেদন করেছেন। আর বাকি প্রায় এক লাখ অভিভাসী নিজ দেশে ফিরে গেছেন।


সর্বশেষ সংবাদ