০৮ জুন ২০২১, ০৮:৫৩

কানাডায় ‘পরিকল্পিত’ হামলা চালিয়ে মুসলিম পরিবারের চারজনকে  হত্যা

পরিবারের সদস্য  © সংগৃহীত

কানাডায় একটি মুসলিম পরিবারের চার সদস্যকে ‘পূর্ব-পরিকল্পিতভাবে’ ট্রাক উঠিয়ে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক চালকের বিরুদ্ধে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় দেশটির অন্টারিও প্রদেশের লন্ডন শহরে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

কানাডার স্থানীয় সংবাদমাধ্যগুলোর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ওই মুসলিম পরিবারের সদস্যরা রাস্তা পার হওয়ার জন্য সড়কের পাশেই অপেক্ষা করছিলেন। সেসময় ট্রাকটি তাঁদের ওপর চালিয়ে নিলে পরিবারটির চার সদস্য নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী। একজনের বয়স ৭৪ বছর, অপরজনের ৪৪। এ ছাড়া ৪৬ বছর বয়সী এক ব্যক্তি ও ১৫ বছরের এক কিশোরী প্রাণ হারিয়েছেন। হামলা থেকে বেঁচে যাওয়া পরিবারটির একমাত্র সদস্য নয় বছরের এক কিশোর গুরুতর আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহত ব্যক্তিদের পরিবারের ইচ্ছার কারণে তাঁদের কারোর নামই প্রকাশ করেনি পুলিশ।

পুলিশের ধারণা ইসলামবিদ্বেষ থেকেই এই হামলা করা হয়েছে। এই হামলায় ঘটনায় নাথানিয়াল ভেল্টম্যান নামের ২০ বছর বয়সী এক কানাডীয় তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্টারিওর লন্ডন শহরের বাসিন্দা নাথানিয়ালের বিরুদ্ধে হত্যার চারটি এবং হত্যাচেষ্টার একটি অভিযোগ আনা হয়েছে।

সোমবার এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের সুপারিনটেনডেন্ট পল ওয়েট বলেছেন, ‘মুসলিম হওয়ার কারণে এসব মানুষের ওপর হামলা করা হয়েছে বলে ধারণা। পুলিশ এতে সম্ভাব্য সন্ত্রাসী হামলার অভিযোগও খতিয়ে দেখছে।’

পুলিশ জানিয়েছে, পূর্ব-পরিকল্পিতভাবে ট্রাক চালিয়ে ওই পরিবারটির সবাইকে হত্যা করতে চেয়েছিলেন হামলাকারী। কিন্তু ভাগ্যক্রমে একমাত্র সদস্য হিসেবে নয় বছরের এক কিশোর বেঁচে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর এক টুইট বার্তায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো লিখেছেন, ‘অন্টারিও প্রদেশের লন্ডনের খবর শুনে আমি মর্মাহত। গতকালের ঘৃণিত ঘটনায় যারা প্রিয়জনদের হারিয়েছেন, আমরা তাঁদের পাশে আছি। আমরা হাসপাতালে চিকিৎসাধীন শিশুটিরও পাশে আছি। তার জন্য আমার হৃদয় ভেঙে যাচ্ছে। সুস্থ হয়ে উঠলে তুমি আমাদের অন্তরে ঠাঁই পাবে।’

হামলার ঘটনার তীব্র নিন্দা ও নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্টারিও প্রদেশের মুখ্যমন্ত্রী ডগ ফোর্ড টুইটারে লিখেছেন, ‘ঘৃণা ও ইসলামবিদ্বেষের কোনো স্থান অন্টারিওতে নেই।’ লন্ডন শহরের মেয়রও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

আরো পড়ুন বাতিল হয়ে গেল পশ্চিমবঙ্গের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা