পরীক্ষা বাতিলের খুশিতে মিষ্টির শপ খালি
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৪ জুন ২০২১, ১২:৫৮ PM , আপডেট: ০৪ জুন ২০২১, ১২:৫৮ PM
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল ঘোষণা করেন। এরপর দেশটিতে হঠাৎই যেন মিষ্টি খাওয়ার হিড়িক পড়ে যায়। খালি হতে থাকে একরে পর এক মিষ্টির দোকান! পরীক্ষা বাতিলের ঘোষণার পর মাত্র ১ ঘন্টায় ১৪ হাজারের বেশি মিষ্টির অর্ডার পায় অ্যাপ-নির্ভর খাবার ডেলিভারি সংস্থা জোম্যাটো।
বুধবার টুইটারে জোম্যাটো জানিয়েছে, বুধবার মাত্র ১ ঘণ্টার মধ্যে মিষ্টি ডেলিভারির মোট ১৪ হাজার ১২৪টি অর্ডার পেয়েছেন তারা।
টুইটারে সংস্থাটির দাবি, মনে হচ্ছে সব অর্ডারগুলিই সিবিএসই-র পিছনের বেঞ্চের পড়ুয়ারা করেছেন।
জোম্যাটোর দাবি, পরীক্ষা বাতিলে সবচেয়ে খুশি দ্বাদশের ‘লাস্টবয়’রাই। সংস্থাটির মতে, পিছনের সারির পড়ুয়ারাই জোম্যাটো থেকে মিষ্টি কিনেছেন।
উল্লেখ, করোনার মহামারির কারণে মঙ্গলবার সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিলের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাতিল হয়েছে আইসিএসসি পরীক্ষাও।
তথ্য সূত্র: আনন্দবাজার পত্রিকা