ইসরায়লি হামলায় অন্তসত্ত্বা নারী ও শিশুসহ নিহত বেড়ে ৩৫

গাজায় ইসরায়লি হামলা
গাজায় ইসরায়লি হামলা  © ফাইল ফটো

অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলের সেনাবাহিনী। সোমবার সকাল থেকে শুরু হয়ে বুধবার (১২ মে) সকালেও গাজার বেশ কয়েকটি স্থাপনায় বোমা হামলা করে দেশটির সেনারা। হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। নিহতদের মধ্যে অন্তসত্ত্বা নারী ও শিশুরাও রয়েছে।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত সোমবার থেকে ইসরায়েলের বিমান হামলায় অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে ৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কমপক্ষে ১০ জন শিশুও রয়েছে।

গত সোমবার গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলে রকেট হামলা চালায় ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের গ্রুপ হামাস। এখন পর্যন্ত ইসরায়েল অভিমুখে ২০০টিরও রকেট ছুঁড়েছে গ্রুপটি। হামাসের ওই রকেট হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৩ জন ইসরায়েলি নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

গত বেশকিছুদিন ধরেই গাজা এলাকায় ইসরায়েলের দখলদারিত্বকে কেন্দ্র করে বিক্ষোভ চলছিল জেরুজালেমে। রোববার (৯ মে) লাইলাতুল কদরের রাতে আল আকসায় নামাজ আদায় শেষে উপস্থিত ফিলিস্তিনি মুসল্লিরা বিক্ষোভ শুরু করলে তা দমন করতে তৎপর হয় ইসরায়েলের নিরাপত্তা বাহিনী।

ওই দিনের সংঘাতে অন্তত ৯০ জন ফিলিস্তিনি আহত হয়েছিলেন। সংঘর্ষের পর থেকে আল আকসা মসজিদ ও এর সংলগ্ন এলাকা ঘিরে রাখে ইসরায়েলি পুলিশ। এর জেরে ইসরায়েলের ক্ষমতাসীন সরকারকে হুঁশিয়ারি দেয় হামাস। দলটি জানায়, ১০ মে সন্ধ্যা ৬টার মধ্যে মসজিদ চত্বর থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রত্যাহার না করা হলে তার পরিণতির জন্য ইসরায়েল সরকার দায়ী থাকবে।

কিন্তু ইসরায়েলের সরকার এই হুমকিকে আমলে না নেওয়ায় ১০ মে সন্ধ্যার পর গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রকেট হামলা শুরু করে হামাস। হামাস এই হামলা শুরু করার কিছুক্ষণ পরই গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েলের সেনাবাহিনী।

আরও পড়ুন

আল-আকসা মসজিদে আবারও সংঘর্ষ, আহত ৮০ ফিলিস্তিনি

আল জাজিরা সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় তেল আল-হাওয়া এলাকায় নিজেদের বাড়িতে ইসরায়েলের বিমান হামলায় চার মাসের অন্তসত্ত্বা এক নারী ও তার পাঁচ বছর বয়সী শিশু সন্তান নিহত হয়েছেন।

নিহত ওই নারীর ভাই আহমেদ সাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, নিহত অন্তসত্ত্বা নারীর নাম রীম এবং তার শিশু সন্তানের নাম জায়িদ। এছাড়া তেল আল-হাওয়া এলাকারই একটি আবাসিক ভবনে ইসরায়েলের বোমা হামলার পর ভবন ধসে তিন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন।

এদিকে গাজায় অবস্থিত বিভিন্ন গণমাধ্যমের কার্যালয়ে কয়েক দফা ইসরায়িলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ভূখণ্ডটিতে থাকা আলজাজিরার অফিসও।


সর্বশেষ সংবাদ