৩০ এপ্রিল ২০২১, ১৬:০৬

বাংলাদেশকে ভারতের ধন্যবাদ

বাংলাদেশ ও ভারতের পতাকা  © ফাইল ছবি

করোনা পরিস্থিতি মোকাবিলায় ওষুধ ও চিকিৎসা সামগ্রী নিয়ে ভারতের পাশে দাঁড়ানোয় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে দেশটি। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ঢাকার ভারতীয় হাইকমিশনের এক টুইট বার্তায় এ ধন্যবাদ জানানো হয়েছে।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রেস বিজ্ঞপ্তির ছবি শেয়ার করে হাইকমিশনের টুইটে লেখা হয়েছে, সংহতি প্রকাশ এবং সহযোগিতা সম্প্রসারিত করার জন্য ধন্যবাদ। আমরা আত্মবিশ্বাসী যে বাংলাদেশ ও ভারত যৌথভাবে কোভিড-১৯ জয় করতে পারবে।

পড়ুন: ভারতকে রেমডেসিভির দিচ্ছে বাংলাদেশ

এর আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত‌কে ক‌রোনাভাইরাস মোকা‌বিলায় জরুরি ওষুধ এবং চি‌কিৎসা সামগ্রী দি‌তে চায় বাংলা‌দেশ। প্রথম দফায় ১০ হাজার ইনজেক্টেবল অ্যান্টি-ভাইরাল, ওরাল অ্যান্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিই কিটস এবং কয়েক হাজার জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন-সি পাঠানো হবে।

পড়ুন: ভারতে বাড়ছে করোনা সংক্রমণ, কমেছে মৃত্যু

ভারতে করোনা সংক্রমণ এবং মৃত্যু বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বাংলাদেশ সরকার জরুরি সহায়তার ঘোষণা দেয়। এদিকে, গত ২৪ ঘণ্টায় আবারও ভারতে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি রেকর্ড করেছে। তবে সংক্রমণ বাড়লেও মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার। যা বৃহস্পতিবারের তুলনায় প্রায় ৭ হাজার বেশি। এই সময়ের মধ্যে মারা গেছে ৩ হাজার ৪৯৮ জন। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৩৩০ জনে।