৩০ এপ্রিল ২০২১, ১০:৪৯

ভারতে বাড়ছে করোনা সংক্রমণ, কমেছে মৃত্যু

বাড়ছে করোনায় আক্রান্ত সংখ্যা  © সংগৃহীত

ভারতে বেড়েই চলছে করোনা সংক্রমণ। কয়েকদিনে সংক্রমণের সংখ্যা কোনোভাবেই কমানো সম্ভব হচ্ছেনা। গত ২৪ ঘণ্টায় আবারও ভারতে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি রেকর্ড করেছে। তবে সংক্রমণ বাড়লেও মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে।

শুক্রবার (৩০ এপ্রিল) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার। যা বৃহস্পতিবারের তুলনায় প্রায় ৭ হাজার বেশি। এই সময়ের মধ্যে মারা গেছে ৩ হাজার ৪৯৮ জন। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৩৩০ জনে।

আরও দেখুন: বিশ্বে মৃত্যু ছাড়াল পৌনে ৩২ লাখ

ভাইরাসে আক্রান্ত বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতে বাড়ছে ব্যাপক হারে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টার নতুন পরিসংখ্যান নিয়ে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৩১ লাখ ৭০ হাজার।

একদিন আগেই আক্রান্তের সংখ্যা ছিল তিন লাখ ৭৯ হাজারের বেশি এবং মারা গেছে তিন হাজার ৬৪৫ জন। অর্থাৎ একদিনের ব্যবধানের মৃতের সংখ্যা কিছুটা কমলেও আক্রান্তের সংখ্যা বেড়েছে।