হাসপাতালের আইসিইউতে আগুন, ১৩ করোনা রোগীর মৃত্যু

আগুন লাগা হাসপাতালের সামনে পুলিশের অবস্থান
আগুন লাগা হাসপাতালের সামনে পুলিশের অবস্থান  © সংগৃহীত

ভারতে একটি হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) আগুন লেগে সেখানে চিকিৎসাধীন ১৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) ভোরে রাজধানীর মুম্বাইয়ের ভিরারের বিজয় ভল্লব কভিড কেয়ার হাসপাতালে এই ঘটনা ঘটে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, শর্ট৷ সার্কিটের কারণে এই আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন লাগার সময় হাসপাতালটির আইসিইউতে ১৭ জন রোগী ছিলেন। তাদের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের চিকিৎসক ডা. দিলীপ শাহ বার্তা সংস্থা এএনআইকে বলেন, শুক্রবার ভোররাত ৩টায় আগুন লাগে। আগুনে ১৩ রোগী মারা গেছেন। এই ঘটনায় আরও ২১ জন রোগীকে অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সর্বশেষ সংবাদ